About JnU Geography & Environment

Saturday, September 7, 2013

Bangladesh

উৎপত্তিঃ বাংলাদেশের বা বাংলা(প্রকৃত অর্থে তখন বঙ্গ নামে পরিচিত ছিল) জনপদের উৎপত্তির সঠিক তথ্য এখনও জানা সম্ভব হয়নি তবে ভূতাত্তিক নিদর্শণের উপর ভিত্তি করে ধারণা করা হয় যে, আজ থেকে প্রায় ১০-৬৫ লক্ষ বছর পূর্বে টারশিয়ারী যুগে সৃষ্টি হয়েছে এই জনপদে মানুষের বসবাস খুবই পুরাতন প্রমাণ স্বরূপ বলা যায় যে, ভারতের পশ্চিমবঙ্গের দেওলপোতা গ্রাম যা সৃষ্টি হয়েছিল প্রায় লক্ষ বছর পূর্বে যা প্যালাওলিথিক যুগের বাংলাদেশে প্যালাওলিথিক যুগের প্রমাণ খুবই সীমিত নিদর্শন স্বরূপ রাঙ্গামাটি জেলায় শিলাখÐ এবং ফেনী জেলায় শিলার তৈরী কুরাল ধারণা করা হয় যে উভয়ই ১০-১৫ হাজার বছর পূর্বের
অবস্থানগত তথ্যঃ এশিয়া মহাদেশের দক্ষিণাংশে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান বাংলাদেশের অবস্থান ২০.৩৪০ হতে ২৬.৩৮০ উত্তর অক্ষাংশ এবং ৮৮.৪১০ হতে ৯২.৪১০ পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বাংলাদেশের মোট আয়তন ,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার বা ৫৬,৯৭৭ বর্গ মাইল, নদী এলাকা বাদে ,৩৪,০০১ বর্গ কিলোমিটার যার মধ্যে ভূমির পরিমাণ ,১৭,৬২৪ বর্গ কিলোমিটার,বনভুমির পরিমাণ ১৯,৭১০ বর্গ কিলোমিটার এবং নদী অঞ্চল ,২৩৬ বর্গ কিলোমিটার বাংলাদেশের মোট নদ-নদীর সংখ্যা প্রায় ২৯০ টি বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় আসাম রাজ্য; পূর্বে আসাম, ত্রিপুরা, মিজোরাম রাজ্য মায়ানমার; দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত বাংলাদেশের সীমানা মোট ৪৭১২কিলোমিটার এর মধ্যে ভারত-বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য ৩৭১৫.১৮ কিলোমিটার বাংলাদেশ-মায়ানমার সীমারেখার দৈর্ঘ্য ২৮০ কিলোমিটার এবং দক্ষিণে বঙ্গোপসাগরের  তটরেখার দৈর্ঘ্য ৭১৬ কিলোমিটার বাংলাদেশের দাবীকৃত আঞ্চলিক সমুদ্র সীমা উপকুল থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল, সংলগ্ন Ð ১৮ নটিক্যাল মাইল, অর্থনৈতিক Ð ২০০ নটিক্যাল মাইল বাংলাদেশের ভূমি জরিপ অধিদপ্তরের হিসাব অনুযায়ী ভারতের মধ্যে বাংলাদেশের ছোট বড় দিয়ে মোট ছিটমহলের সংখ্যা ৫১টি এবং বাংলাদেশের মধ্যে ভারতের ছোট বড় দিয়ে মোট ছিটমহলের সংখ্যা ১১১টি কিন্তু ভারতের হিসাবমতে সংখ্যা যথাক্রমে ৯৫টি (হস্তান্তরযোগ্য:৬৮টি এবং অহস্তান্তরযোগ্য:২৩টি) এবং ১৩০টি(হস্তান্তরযোগ্য:১১৯টি এবং অহস্তান্তরযোগ্য:১১টি)
জনসংখ্যাগত তথ্যঃ মূলত বাংলাদেশে আদম শুমারি শুরু হয় ১৯৭৪ সালে তবে পাকিস্থান থাকতে ১৯৬১ সালের আদম শুমারি অনুসারে দেশে জনসংখ্যা ছিল ,০৮,৮০,২৩৫ জন ১৯৭৪ সালের আদম শুমারি অনুসারে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল ,১৪,৭৯,০৭১ জন ১৯৮১ সালের আদম শুমারি অনুসারে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল ,৭০,৫২,০২৪ জন১৯৯১ সালের আদম শুমারি অনুসারে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল ১১,১৪,১৮৫ জন২০০১ সালের আদম শুমারি অনুসারে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল ১৩,০০,২৯,৭৪৯ জন বাংলাদেশে সর্বশেষ পরিচালিত আদম শুমারি অনুসারে বাংলাদেশের মোট জনসংখ্যা  ১৪,৯৭,৭২,৩৬৪ জন (সূত্রঃ বি.বি.এস), দি ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক, সি.আই.. অনুসারে সংখ্যা ১৫,৮৫,৭০,৫৩৫ জন

ভূতাত্তিক গঠন কাঠামোঃ বাংলাদেশের ভূস্তরকে প্রধানত তিনটি অঞ্চলে ভাগ করা হয়েছে
            পশ্চিমাঞ্চলঃ পশ্চিমাংশের শিলা গঠন বেশী প্রাচীন পার্মিয়াম (২৮-২৩ কোটি বছর আগে) যুগের শিলা পশ্চিমবঙ্গের রানীগঞ্জে দেখা যায় ক্রিটেশিয়াস যুগে (১৩- কোটি বছর আগে) পশ্চিমবঙ্গের রাজমহলের ব্যাসল্ট স্তূপ গঠিত হয় ইয়োসিন যুগে (. কোটি বছর আগে) জয়ন্তিকা শ্রেণী গঠিত হয় মাইয়োসিন-প্লাইয়োসিন (.-. কোটি বছর আগে) ডুপিটিলা শ্রেণী গঠণ শুরু হয় প্লেইস্টোসিন যুগে (২০ লক্ষ বছর আগে) মধুপুর কর্দম উৎপত্তি লাভ করে হেলোসিন যুগে (১০ লক্ষ বছর আগে) বাংলাদেশের বিভিন্ন স্থানে পলিমাটি সঞ্চিত হয়েছে

            মধ্য অঞ্চলঃ পূর্বাঞ্চল অপেক্ষা এটি বেশি পুরাতন ক্রিটেশিয়াস সিরিজের ক্যালসিয়াম যুক্ত বেলে পাথর বেলে-চুনাপাথর গড়ে ওঠে প্যালিওসিন কালের জৈয়ন্তা সিরিজ, ওলিগোসিন যুেগ (. কোটি বছর আগে) বালি যুক্ত শেল কাদা যুক্ত শেল পাথর গঠিত হয় অন্ত ওলিগোসিন যুেগ বড়াইড সিরিজ গঠিত হয় মায়োসিন যুগে (. কোটি বছর আগে) সুরমা সিরিজ বিকাশ লাভ করে, তিপাম সিরিজ মায়োসিন  যুগের, অন্ত মায়োসিন যুগে ডুপিটিলা গঠিত হয় প্লায়ো প্লেইস্টোসিন যুগে ডিহিং সিরিজ গঠিত হয়


to see more on google satellite 

View Larger Map

No comments:

Post a Comment